বাংলাদেশ এয়ারপোর্টে নতুন ট্যাক্স সংক্রান্ত রিপোর্ট — সম্মানিত বন্ধুরা, আপনারা সংবাদটি শেয়ার করুন !

[মোবাইল]
২টি শুল্কমুক্ত। আরও ৩টি শুল্কযুক্ত, প্রতিটির মুল্যের উপর ৩৫%। মোট ৫টির বেশি না আনাই ভাল, BTRC’র ছাড়পত্র লাগবে।

[ল্যাপটপ]
১টি শুল্কমুক্ত। আরও ১টি ২০% শুল্কযুক্ত। মোট ২টির বেশি হলে CCI&E’র ছাড়পত্র লাগবে।

[টেলিভিশন]
২১” পর্যন্ত শুল্কমুক্ত। ২২”-২৯” হলে ১০,০০০ টাকা, ৩০”-৩৬” হলে ১৫,০০০ টাকা, ৩৭”-৪২” হলে ২০,০০০ টাকা, ৪৩”-৪৬” হলে ৩০,০০০ টাকা, ৪৭”-৫২” হলে ৫০,০০০ টাকা, ৫৩” এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক।

[মুদ্রা]
বাংলাদেশী মুদ্রা মাত্র ৫০০০, বৈদেশিক মুদ্রা আনলিমিটেড। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে। অন্যথা সাদা টাকা কালো হয়ে যাবে।

[সিগারেট]
মাত্র ১ কার্টন তথা ২০০ শলাকা

[হার্ড ড্রিংকস]
কেবল বিদেশী পাসপোর্টধারীদের জন্য ১ লিটার

[স্বর্ণালংকার]
১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCI&E’র ছাড়পত্র লাগবে। চোরাচালান মনে হলে জেলে যাবেন

স্বর্ণবার/বিস্কুট
শুল্কযুক্ত। প্রতি ১১.৬৬৪ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন।
সূএ– Probashir Diganta ।। প্রবাসীর দিগন্ত